নর্দান এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক স্বাধীনতা দিবসের সালাম গ্রহনকালে একযোগে জাতীয় সংগীত পরিবেশন কর্মসুচির অংশ হিসাবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় সংগীত পরিবেশন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকাল ৮.০০ ঘটিকায় ক্যাম্পাসের সামনে থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যপী বিভিন্ন কর্মসূচী শুরু করা হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে একটি বনাঢ্য শোভাযাত্রাও বের করা হয়।

Post MIddle

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করিম, ডিরেক্টর ডেভেলপমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একতেদার আহমেদ সিদ্দিকী, রেজিস্ট্রার মোঃ রাশিদুল ইসলাম ও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকম-লী, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট