উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে কুবিতে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্য অর্জন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পাশ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পাস্থ জাতির পিতার প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। একসময় বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, তলাবিহীন ঝুঁড়ি বলা হতো। আমরা সে অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে অর্থাৎ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছি। আমাদের ঐক্যবদ্ধ থেকে এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, স্বপ্নকে বাস্তবে আনতে হবে, তারপরই সফলতা আসবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশ অসম্ভব গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলার সাহস কারো থাকবে না।

Post MIddle

তিনি অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পছন্দের আরো পোস্ট