শেকৃবিতে দেশের প্রথম ছাদ বাগান ভিত্তিক ইকো সেন্টার উদ্বোধন

বাতাস বিশুদ্ধকরণ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি লক্ষে দেশে প্রথমবারের মতো ছাদ বাগান ভিত্তিক ইকো সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ইকো সেন্টার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। অ্যাপস ভিত্তিক ছাদ বাগান বিষয়ক তথ্য ও পরামর্শ দেওয়া হবে এ সেন্টার থেকে।

বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানী বিভাগের তত্ত্বাবধানে ও ইসলামিক রিলিফ, বাংলাদেশে অর্থায়নে ইকো সেন্টারটি নির্মাণ করা হয়েছে। ইকো সেন্টারটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। ইতিমধ্যে ইকো সেন্টারে সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এটি শুধু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা নয় দেশের সকলের ব্যবহারের জন্য উম্মুক্ত থাকবে।

Post MIddle

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ছাদ বাগান পরীক্ষাগার প্রতিষ্ঠার মাধ্যমে বাতাস দূষণকারী পার্টিকুলেট মেটার নিরূপণ এবং এদের প্রতি ফসল উদ্ভিদের অভিযোজনতা যাচাই করাই এ বিশেষায়িত ইকো সেন্টার প্রতিষ্ঠা করা হলো। তাছাড়া জীববৈচিত্র বৃদ্ধি ও নগর দুর্যোগ বিষয়ক সচেতনতা কার্যক্রমে সহায়তা করা হবে। নগরবাসীকে ছাদবাগান করতে উদ্ধুদ্ধকরনে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা প্রদান করা হবে। জীব বৈচিত্র্য গবেষণায় এ ইকো সেন্টারটি দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে প্রফেসর কামাল জানান।

সাউরেসে পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ- উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগসহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম বলেন, শহুরে অনাবাদী বা ফাঁকা ছাদে কিভাবে কৃষিকে সম্প্রসারন করে অধিক ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে শহরের অধিবাসী, নার্সারী ও কৃষি সম্প্রসারনে নিয়োজিত জনবলকে প্রশিক্ষন দেয়া হবে। তিনি আরও জানান, খরা ও তাপ উপশম কৌশলের মাধ্যমে বিভিন্ন মৌসুমে বিভিন্ন জাতের ফসল কিভাবে ছাদে উৎপাদন করা যায় তা তথ্য ও পরামর্শ সেবা

পছন্দের আরো পোস্ট