মোরেলগঞ্জে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে স্বীকৃতি পাওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা আয়োজন করেছে শোভাযাত্রা , আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে। শোভাযাত্রা বিদ্যালয় ক্যাম্পাস সহ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, সহকারী প্রদান শিক্ষক একে ফরিদী, সহকারী শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, হরিচাঁদ কুন্ডু প্রমুখ।

Post MIddle

একইদিনে উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে শোভাযাত্রা বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার, সহকারী প্রধান শিক্ষক সায়লা পারভীন প্রমুখ।

অপরদিকে দিবসটি উপলক্ষ্যে মোরেলগঞ্জ এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসায় শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হাওলাদার, আশ্রাব আলী আশু, সুপার শেখ আব্দুল লতিফ, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, বুরহানে সুলতান, মো. লুৎফর রহমান, সালমা শাহিরীন, মাওলানা আব্দুল হালিম , আব্দুল হাকিম তালুকদার প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

পছন্দের আরো পোস্ট