ইবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে আনন্দ র‌্যালি, কেক কাটা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post MIddle

ক্যাম্পাস সূত্রে, শনিবার সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রশাসন ভবন চত্বর হতে আনন্দ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পরে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিনের কেক কাটা হয়। গত ১৩ মার্চ অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এছাড়াও বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।

পছন্দের আরো পোস্ট