আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মোরেলগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট

বাগেরহাটের মোরেলগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মুসফেকুর রহমান নাহার, আওয়ামীলীগ নেতা বহরবুনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান টিএম রিপন,কাউন্সিলর অলিউর রহমান, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সাবেক সম্পাদক খান হাসিবুর রহমান, যুবলীগ নেতা রাসেল হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগ উপজেলা যুগ্ম আহবায়ক কেএম শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুর ইসলাম টিটু, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, ছাত্রলীগ এসএম কলেজ শাখার সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম।

Post MIddle

আদর্শ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় মোরেলগঞ্জ আদর্শ ক্লাব ও পশ্চিম খাউলিয়া সোনালী ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় মোরেলগঞ্জ আদর্শ ক্লাব ৩২ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সীমিত ১৮ ওভারের খেলায় মোরেলগঞ্জ আদর্শ ক্লাব ৬ ইউকেটে ১৫৩ রান করেন। জবাবে পশ্চিম খাউলিয়া সোনালী ক্লাব সবকটি ইউকেট হারিয়ে ১০ ওভারে ১২১ রান করে রানার্স আপ হয়েছে। খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মাসুম বিল্লাহ, সেরা বলিং আলীমুল, সেরা ব্যাটিং মাসুম বিল্লাহ। আম্পায়ার দায়িত্ব পালন করেন শাহজাহান আলী ও তারিকুল ইসলাম।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সদের মধ্যে ট্রপি ও প্রাইজ মানি প্রদান করেন প্রধান অতিথি এইচএম বদিউজ্জামান সোহাগ।

//স

পছন্দের আরো পোস্ট