নোবিপ্রবিতে সমাবর্তনে নিবন্ধনের মেয়াদ বৃদ্ধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন মেয়াদ ০৪ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠান সম্ভাব্য আগামী মার্চ এর দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্বে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি ছিল নিবন্ধনের শেষ তারিখ।

নিবন্ধনের যোগ্যতা- যাদের স্নাতক/স্নাতকোত্তর ফল প্রকাশিত হয়েছে। নিবন্ধন ফি (ক) স্নাতক/স্নাতক (সম্মান) ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা,

Post MIddle

(খ) স্নাতকোত্তর ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা ও

(গ) স্নাতক/ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা।

অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখার সমাবর্তন নোবিপ্রবি ০২০০০০৫২৭৭৪৮১ নম্বর হিসাব সারা বাংলাশের অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় নগদ জমা দিয়ে জমা রশিদের কাউন্টার কপির ফটোকপি নিবন্ধন ফরমের সাথে সংযুক্ত করে ডাক যোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তাদেরকে অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nstu.edu.bd) তে পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট