সাদার্ন ইউনিভার্সিটিতে ব্রাজিলের রাষ্ট্রদূত

আজ বৃহস্পতিবার সাদার্ন ইউনিভার্সিটিতে এসেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত মিস্টার জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র। সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। ইউনিভার্সিটির মেহেদীবাগ ক্যাম্পাসে এসে পৌঁছালে ক্যাপ্টেন কাজী নাজমুল হুদার নেতৃত্বে বিএনসিসি’র ক্যাডেটবৃন্দ তাঁকে গার্ড অব অনার প্রদান করেন । এর পর হল রুমে স্প্রিং সেমিস্টার-২০১৮-তে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রাজিলে উচ্চ শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা, সরকারি বেসরকারি পর্যায়ে বিনিয়োগ সুযোগসহ বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত।

ব্রাজিলের রাষ্ট্রদূতের সম্মানে প্রাচীন চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য এবং ভবিষ্যৎ চট্টগ্রামের সম্ভাবনা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। এসময় উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

Post MIddle

ব্রাজিলের রাষ্ট্রদূত মিস্টার জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র বলেন, সাদার্ন ইউনিভার্সিটির আমন্ত্রণে প্রথমবার চট্টগ্রাম এসে খুব ভালো লাগছে। বাংলাদেশ ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো, ব্রাজিল সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। ব্রাজিলের সাথে এ দেশের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বেশ গতিশীল। অনেক ক্ষেত্রে ব্রাজিলের সাথে বাংলাদেশের মিল রয়েছে। শিক্ষা, প্রযুক্তি, গার্মেন্টস সেক্টরসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সফলতা এসেছে এবং অর্থনৈতিক উন্নয়নে বেশ ভালোভাবে এগিযে যাচ্ছে । ব্রাজিলের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে যদি শিক্ষা বিনিময় কার্যক্রম গতিশীল হয় এবং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ব্রাজিল বিশ্বাস করে এককভাবে বিশ্বের উন্নয়ন সম্ভব নয়, সব দেশের সম্মিলিত প্রচেষ্টা ও সুসম্পর্কের মাধ্যমে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ হবে। সব সময় বড় চিন্তা করতে হবে এবং লক্ষ্য পৌঁছানোর ক্ষেত্রে একাগ্রতা থাকতে হবে। অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতামূলক সম্পর্ক সৃষ্টি হলে কাঙ্খিত উন্নয়নের পথে গতিশীলতা বাড়বে।

তিনি আরও বলেন, শুনতে খুব ভালো লাগে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী ব্রাজিলের ভক্ত এবং এই খেলাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন রচিত হয়। আশা করি আগামী বিশ্বকাপে ব্রাজিল খুব ভালো করবে। উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাদার্নের সকলকে আমার খুব পরিচিত মনে হচ্ছে যেন আমার চোখে ব্রাজিলীয় রূপ ফুটে ওঠেছে। আজ এ সফরের মধ্য দিয়ে যে সম্পর্ক তৈরি হলো তা যেন আরও সুদৃঢ় হয় এটাই প্রত্যাশা করছি।

//স

পছন্দের আরো পোস্ট