রাবিতে ছাত্রজোটের সন্ত্রাসবিরোধী সমাবেশ

সন্ত্রাস-সহিংসতা-দখলদারিত্ব বন্ধসহ চার দফা দাবিতে সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Post MIddle

অন্য দাবিগুলো হলোÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার করা, সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা।

রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায় ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান ও ছাত্র ঐক্য ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান। সমাবেশে জোটের বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

পছন্দের আরো পোস্ট