জাবিতে র‌্যাগিংয়ের বিচার দাবি সিনেটরদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি ঘটে যাওয়া র‌্যাগিংয়ের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেধে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামীপন্থি একাংশ সিনেটররা।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘সিনেট সদস্যবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান কওে তারা।

Post MIddle

স্মারকলিপিতে বলা হয়, প্রতিবছর প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করলেই র‌্যাগিং তান্ডব শুরু হয়। এর ফলে অনেকে তা সহ্য করতে না পেরে কেউ জ্ঞান হারায় আবার কেউ হারায় মানসিক ভারসাম্য। এমন ঘটনায় প্রশাসনের কোন কার্যকরী ভূমিকা পালন না করায় বিশ^বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এর আগে অবস্থান কর্মসূচিতে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণে র‌্যাগিংয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। যার কারনে বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত ক্যাম্পাস। তাই সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাকসু নির্বাচন এবং বিরাজমান অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।

অবস্থান কর্মসূচিতে অধ্যাপক অসিত বরণ পাল, অধ্যাপক খবির উদ্দিন,অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক হোসনে আরা, সহযোগী অধ্যাপক ছায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট