বৃষ্টি বাদল

সারাদিন সর্বক্ষণ ঝুমঝুম বৃষ্টি নামছে।

মুগ্ধ দৃষ্টির আর্দ্রতা নিয়ে বাইরে তাকিয়ে থাকে সে।
তার খুউব ইচ্ছে হয়, বিয়ের আগের মতো দুজনে বৃষ্টিতে ভিজতে।
বৃষ্টিতে ধরনী মাতার বুক ভেজে।
তাই তার বঞ্চিত হওয়াটা বড্ডো বেমানান।

Post MIddle

এই শুনছো ।
হুম, বলো। চোখ মুখ কিছু না উঠিয়েই বললেন কবি।
দেখো না কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি নামছে।

হু।
একটু ছাদে যাবে ?  গলায় স্পষ্ট আবদারের টান। এড়ানো কঠিন।
একটু পরে নীলা। লেখাটা শেষ করি।
কি ছাইপাশ লেখো সারাদিন!  চুড়ান্ত বিরক্তির প্রকাশ।
ছাইপাশ বলছো কি, এটার জন্যই তো মুগ্ধ হয়েছিলে।
হুম.  . . . . ! উত্তর খুঁজে পায়না নীলা। ঠিকই তো।
কবিও নিরুত্তর।
বৌয়ের ছেলেমানুষি আবদার পরে মেটানো যাবে।
আগে তো ছন্দ মিলাই !
কি দারুণ রোমান্টিক বৃষ্টি।
একি সবসময় পাওয়া যায় ?

কবি তৃপ্ত।
কবি পত্নীর শখের বৃষ্টি তখন থেমে গেছে!!
আকাশের সে বৃষ্টি ধারা শুষে নিয়েছে নীলার আশুভরা আখিঁ

পছন্দের আরো পোস্ট