আইইউবিতে আলোকচিত্রে রবীন্দ্রনাথের বর্ণাঢ্য জীবনের উপস্থাপনা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)র স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের উদ্যেগে ‘রবীন্দ্রনাথ ঠাকুর : আলোকচিত্রে বর্ণাঢ্য জীবনের উপস্থাপনা ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান,গতকাল (৫ ফেব্রুয়ারী, ২০১৮)  সোমবার আইইউবির নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের নয়াদিল্লির সেন্টার ফর উইমেন্স ডেভলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ও ইন্ডিয়ান জার্ণাল অফ ডেভলপমেন্ট স্টাডিজের সহ-সম্পাদক মালবিকা কারলেকার।

Post MIddle

সেমিনারে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের ডীন ড. মাহবুব আলম।

সেমিনারের শুরুতে আলোচকের পরিচিতি তুলে ধরেন স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের শিক্ষক জনাব ওবায়দুল্লাহ আল মারজুক ।

অনুষ্টানে আইইউবি’র ট্রাস্টি, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট