বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম উদ্বোধনী সমাবর্তন ৩১ জানুয়ারি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি বুধবার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর এক অফিস আদেশের মাধ্যমে উক্ত আয়োজনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

আয়োজক কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিকেল সাড়ে ৩টায় এক সমন্বয় সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১ম উদ্বোধনী সমাবর্তন উপলক্ষ্যে জাতীয় ও স্থানীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ, নতুন শিক্ষার্থীদের বরণ, অভিভাবক সমাবেশ, আলোচনা অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হবে উক্ত আয়োজনে। এছাড়াও প্রতি অনুষদ ও বিভাগের আলাদা পতাকা তৈরি করাসহ প্রতি শিক্ষার্থীর জন্য উদ্বোধনী সমাবর্তনের বিশেষ ক্যাপ এর ব্যবস্থা করা হবে। ওই দিনই দুপুর ২টা থেকে সকল বিভাগে উদ্বোধনী ক্লাস আরম্ভ হবে।

Post MIddle

সদ্য নির্বাচিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ারকে আহ্বায়ক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানকে আয়োজক কমিটির সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচএম তারিকুল ইসলাম, সহকারী প্রক্টর ড. মোঃ রুহুল আমিন, মোঃ আতিউর রহমান, মুহাঃ শামসুজ্জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আবু সায়েদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এটিজিএম গোলাম ফিরোজ, পিএস টু ভাইস-চ্যান্সেলর আমিনুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক, নিরাপত্তা কর্মকর্তা লোকমান হাকিম, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও পিএ টু ভিসি আবুল কালাম আজাদ।

//স

পছন্দের আরো পোস্ট