রাউজানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রামের রাউজানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী দিলেন তারুণ্য সংসদ। মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদরাসার তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে সরকারী সনদ প্রাপ্ত সমাজ সেবামুলক সামাজিক সংগঠন মোহাম্মদপুর তারুণ্য সংসদের ব্যবস্থাপনায় সিদ্দিক সারাং ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মামুন জাবু ও প্যানেল চেয়ারম্যান লাকী চৌধুরীর সৌজন্যে শিক্ষা সামগ্রী ও ডায়েরী বিতরণ করা হয়।

পরে রোববার (২১ জানুয়ারী) সকালে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদরাসা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি ও তারুণ্য সংসদের প্রধান উপদেষ্ঠা মুসলেহ্ উদ্দিন মুহম্মদ বদরুল।

Post MIddle

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিদ্দিক সারাং ফাউন্ডেশনের চেয়ারম্যান, গোলাম মামুন জাবু, মাদরাসার এতিমখানা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক, মোজাম্মেল হোসেন, মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পষর্দের সভাপতি সারজু মোহাম্মদ নাছের, মাইনুদ্দিন জনি, রুস্তমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান লাকী চৌধুরী।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ডায়েরী ও শিক্ষা সামগ্রী তুলে দেন।

পছন্দের আরো পোস্ট