ক্যারিয়ার সচেতনতামূলক আয়োজনে এইচআর স্পিকস বাংলাদেশ

দেশের অন্যতম প্রধান সারির বেসরকারী বিশ্ববিদ্যালয় এআইইউবির আয়োজনে আজ তাদের বসুন্ধরাস্থ স্থায়ী ক্যাম্পাসে হয়ে গেলো SPAVe 2.0। আইথ্রিপলই এআইইউবির স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে দিনব্যাপী এ সেমিনারে শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার প্রয়োজনীয় প্রস্তুতি, সিভির ভুল-সঠিক- উচিত-অনুচিত- কর্পোরেট ক্যারিয়ার বিল্ডিং সম্পর্কে জানানো হয়।

আয়োজনটির মূল আকর্ষন ছিলো সময়ের জনপ্রিয় এইচআর কনসালটেন্সী ফার্ম এইচআর স্পিকস বাংলাদেশের টিম, যারা দিনব্যাপী শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলীং করেন।

Post MIddle

সেমিনারে সিভি লেখা নিয়ে আলোচনা করেন সময়ের অন্যতম জনপ্রিয় অনুপ্রেরণাদায়ী স্পিকার, ডরিন পাওয়ার লিমিটেডের প্রধান মানবসম্পদ ব্যাবস্থাপক এবং এইচআর স্পিকস বাংলাদেশের লিড কনসালটেন্ট এস এম আহবাবুর রহমান। তার গঠনমূলক সেশনটিতে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আলোচনার মাঝে মাঝে তিনি স্লাইডের মাধ্যমে সিভি লেখার ব্যাবহারিক ট্রেনিং দেন শিক্ষার্থীদের।

এসময় আরো উপস্থিত ছিলেন এইচআর স্পিকস বাংলাদেশের পিআর এ্যান্ড ব্র্যান্ড ম্যানেজম্যান্ট ম্যানেজার বেনজির আবরার, এক্সিকিউটিভ রিয়াজ হোসাইন। পাঁচ সেশনের দিনব্যাপী এ আড্ডায় দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের শখানেক শিক্ষার্থী উপস্থিত হয় বলে আয়োজনের অন্যতম সমন্বয়ক সাবাব জানান।

সেমিনারে আরো অংশ নেন আয়োজক সংগঠনটির এডভাইজর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো.আবদুর রহমান, একটি গেমস নির্ভর প্রতিষ্টানের সিইও জামিলুর রশিদসহ আরো দুজন স্পিকার।পাঁচ সেশনের দিনব্যাপী এ আড্ডায় দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের শখানেক শিক্ষার্থী

পছন্দের আরো পোস্ট