ভাবনার নতুন আবিষ্কার ‘গুলনেহার’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লেখা উপন্যাস খুব শীগ্রই আসছে বই মেলায় এমনটিই জানা যায় তাঁর কাছে থেকে। শুধু অভিনেত্রী নয় ভাবনা এবার নাম লেখালেন ঔপন্যাসিকের খাতায়। এবারের একুশে বইমেলায় প্রকাশ হবে তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’।

ভাবনা বলেন, লেখা ও প্রচ্ছদ বানানো হয়ে গেছে। এখন চলছে ছাপা ও বাইন্ডিংয়ের কাজ। তাম্রলিপি প্রকাশনা থেকে আসছে উপন্যাসটি। একটি মানবিক উপন্যাস লেখার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি। পাঠকের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।’ ‘উপন্যাসটির মূল চরিত্র ৮৭ বছরের বৃদ্ধা গুলনেহার। তাকে ঘিরেই গ্রন্থটি সাজানো। তার স্বপ্ন, প্রেম আর কষ্টের চিত্র পাওয়া যাবে এতে।’

Post MIddle

প্রসঙ্গত ভাবনার প্রথম ছবি ‘ভয়ঙ্কর সুন্দর’ মুক্তি পায় গত বছর। অনিমেষ আইচের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এডুকেশন/ওয়া/বিনোদন

পছন্দের আরো পোস্ট