চবিতে লেকচার সিরিজের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের উদ্যোগে আজ (৩১ ডিসেম্বর) রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘ডিস্টিংগুয়িজড লেকচার সিরিজ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লেকচার সিরিজ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এতে ডিস্টিংগুয়িজড স্পিকার হিসেবে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ‘Monetary Policy in Bangladesh’ শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন কৃতি ছাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্ণর জনাব ফজলে কবির এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ.বি. সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামদ। এ ছাড়াও বক্তব্য রাখেন উক্ত বিভাগের ইউজিসি প্রফেসর ড. মইনুল ইসলাম, প্রফেসর ড. আবুল কালাম আযাদ ও বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত।

Post MIddle

চ.বি. অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. নিতাই চন্দ্র নাগের সভাপতিত্বে গভর্ণর মহোদয়ের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন উক্ত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব ঝুলন ধর ও রুনা সাহার পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি সমিতি, চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক জনাব এ কে এম ইসমাইল ও সিইউইইএসএ-এর প্রতিনিধি খোরশেদ আলম কাদেরী।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ সহ বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট