প্রেমিক

তোমরা শুধু হৃদয় হৃদয় করে ভেতরের পাঁজরটা ভাঙো- একটি অনির্দিষ্ট অনিয়মে প্রতিদিন ভাঙো, প্রতিরাত ভাঙো!
ভাঙতে ভাঙতে তোমরা অাজ নিজেরাই কখন যেন ভেঙে গেছো তোমাদের নিজেদের সত্তার কাছে ভঙ্গুর দর্পণে পুরু কাঁচের মতন;
অার সেই কাঁচে তোমরাই রক্ত ঝরিয়েছো, তোমরাই রক্তে রঞ্জিত করেছো তোমাদের হৃদয়!
তোমাদের হৃদয় ভেঙেছে তোমাদের হৃদয়ের ব্যথায়, হৃদয়ের দাহ্যতায় পুড়িয়েছো হৃদ্য প্রেম!
তোমরা নিজেরাই নিজেদের মেরেছো, অদৃশ্য হৃদয় খুঁজতে যেয়ে পড়ে পেয়েছো নীলরাঙা ম্যাজিক- নির্ঘাত অদ্ভূত অনল!
তোমরা খামোখায় হৃদয় হৃদয় করো, মরার থেকেও অধিক মরো তোমরা!
তথাপি জানি, অামার এ কথার কোনো মূল্যায়ণ হবে না অাদৌ এক প্রেমদগ্ধ দগ্ধিক প্রেমিকের কাছে;
এ সবই অস্বীকার করে একজন প্রেমিক সবকিছু ভুলে নির্বিঘ্নেই দ্যর্থস্বরে বলে দিতে পারে,
Post MIddle
হৃদয় অাছে!
ভালোবাসায় একবার ধরেছে যাকে সেই উন্মত্ত প্রেমিক শুধু জানে,
পুড়তে পুড়তে সে অারও প্রেমিক হয়ে উঠবে!
মাতাল প্রেমিক জানে-
যদি কখনো তাকে প্রশ্ন করা হয়, `পোড়ানোর পরও কি অারও বাড়তে থাকে?’
কোনো কিছু না ভেবেই সেই প্রেমিক উদাত্ত কণ্ঠে চোখ বন্ধ করে ঔদ্ধত্য নখের অাঁচড়ে বুক খামচে বলে দেবে,
`প্রেম’!
শেষবারও একইভাবে না কিছু ভেবেই বুক চেপে প্রতি নিঃশ্বাসে সে অনবরত বলে দেবে, শুধুই `প্রেম’, শুধুই `প্রেম’…
পছন্দের আরো পোস্ট