সাইবার সচেতনতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুযোগ

অপরাধ ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রমে চ্যাম্পিয়ন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক এই কার্যক্রমে যুক্ত হতে আবেদন করতে পারবেন। অনলাইনে ccabd.org/joinwithus এর মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের পর নির্বাচিতদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে।

অপরাধীদের মূল পূঁজি হলো ইন্টারনেট ব্যবহারকারীর অসচেতনতা। সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করার জন্য সাইবার অপরাধীরা সব সময় নতুন উপায় খুঁজতে থাকে। সংগঠনটি বলছে, সচেতনতার মাধ্যমে কমপক্ষে শতকরা ৫০ ভাগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।

Post MIddle

সাইবার অপরাধ বর্তমান বিশ্বে মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে বাংলাদেশেও নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল থেকে দেশে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

//স

পছন্দের আরো পোস্ট