
জাককানইবিতে অন্তঃহল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মহান বিজয় দিবস উপলক্ষে অগ্নিবীণা হলের আবাসিক ছাত্রদের অন্তঃহল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।
অগ্নিবীণা হলের প্রভোস্ট সিদ্ধার্থ দে’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার , এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ন কবীর।
অগ্নিবীণা হলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি, দৌড়, মোড়গ লড়াই এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, সংগীত, আবৃতি ইত্যাদি ইভেন্টে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।