ইস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা ২০১৭

ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যাবসায় প্রশাসন অনুষদের আয়োজনে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হল “উদ্যোক্তা মেলা” ২০১৭। সাদাকালো ব্র্যান্ডের চেয়ারপার্সন ও ডিজাইনার তাহসিনা শাহিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। ধানমন্ডিস্থ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে ছিলেন ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, চেয়ারপার্সন অলি আহাদ ঠাকুর, রেজিস্ট্রার আবুল বাশার খান, পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ান আমানা সুলতানা, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো: আশরাফ হোসাইন, সহকারী অধ্যাপক রাকিব আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা। ১৩ স্টলের অংশগ্রহনে দিনব্যাপী এই মেলার মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের বৈচিত্রময় উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো এবং উদ্যোক্তা হিসেবে তৈরী করা।

পছন্দের আরো পোস্ট