ইবির ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া আজ ১৯ নভেম্বর শেষ হচ্ছে। ১৫ অক্টোবর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া আগামী ২০ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে ভর্তিচ্ছুরা তাদের প্রবেশপত্র উত্তোলন করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, এ বছর ৮টি ইউনিটের অধীনে ৩৩টি বিভাগে মোট ২,২৭৫জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। আজ ১৯ নভেম্বর রাত ১২ টায় ভর্তি আবেদন প্রত্রিয়া শেষ হবে। আর ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সিডিউল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন জানান, প্রায় ৮০ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। আজ ১৯ নভেম্বর পর্যন্ত এ আবেদন সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। আবেদন প্রক্রিয়া শেষে ২০ নভেম্বর থেকে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.iu.ac.bd/) থেকে জানা যাবে।

পছন্দের আরো পোস্ট