নোবিপ্রবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরফান নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায় আজ রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের পাশে টং দোকানে স্থানীয় ছেলেদের সাথে আরফানের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে স্থানীয়রা আরফানকে মারধর করে।এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের শিক্ষার্থীরা স্থানীয়দের ধাওয়া দেয়। পরবর্তীতে স্থানীয়রা দেশীয় অস্ত্রসস্ত্রসহ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এর ফলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে ক্যাম্পাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্যাম্পাসে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।রাস্তায় মেয়েরা আটকা পড়েছিল তাদের নিরাপদ স্থানে নেয়া হয়েছে।নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস অভিমুখী রাতের বাস গুলো বন্ধ করে দেয়া হয়েছে। দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এবং শিক্ষার্থীরা ভিতরে অবস্থান করছে।

//স

পছন্দের আরো পোস্ট