আইইউবিতে ‘ক্ষুধামুক্ত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র স্কুল অফ লাইফ সায়েন্সেস ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজী এ্যান্ড হেলথ -এর যৌথ উদ্যোগে ‘ক্ষুধামুক্ত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার নভেম্বর ২, ২০১৭ আইইউবি, ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল বক্তা ছিলেন ওয়ার্ল্ড একাডেমী অফ সায়েন্সেস -এর ফেলো অধ্যাপক জহুরুল করিম।

Post MIddle

সেমিনারে অধ্যাপক করিম স্বাধীনতার পর থেকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশ অর্জনে দেশটির অর্জিত সাফল্য, সম্ভাবনা ও ভবিষ্যত সমস্যা নিয়ে আলোচনা করেন।

আইইউবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে স্কুল অফ লাইফ সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পছন্দের আরো পোস্ট