কুবির উপাচার্যকে সকল ধরণের নিয়োগ বন্ধের নির্দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফকে সকল ধরণের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত রোববার (২৯ আক্টোবর) মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, সরকারি বিশ্ববিদ্যালয়-১( অধিশাখা-১৮) শাখার উপসচিব হাবিবুর রহমান সাক্ষরিত এক চিঠি থেকে তা জানা যায়।

Post MIddle

চিঠিতে বলা হয়, ‘ গত ২৫ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সকল ধরণের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নিদের্শ প্রদান করা হল।’

উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন,‘আমি ক্যাম্পাসের বাহিরে আছি চিঠি এখনও পাই নি।’

পছন্দের আরো পোস্ট