চবিতে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস NILS বাংলাদেশ আয়োজিত  Ist National Legal Debate Championship 2017এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত (৭ অক্টোবর ২০১৭)  চবি  চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুন্সী মশিউর রহমান।

উপাচার্য তাঁর ভাষণে সমসাময়িক বিষয় নিয়ে দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস বাংলাদেশ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করায় আয়োজকবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে যেমনটি সহায়ক, তেমনি তাদের কন্ঠ অনুশীলনসহ মেধা-মননের পরিপূর্ণ বিকাশের সুযোগ সৃষ্ঠি হয়।

Post MIddle

সর্বোপরি সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠায় বিতার্কিকদের তথ্যবহুল যৌক্তিক উপস্থাপনা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাখতে পারে অসামান্য অবদান। উপাচার্য বিতার্কিকদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করার আহবান জানান। পরে মাননীয় উপাচার্য বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস-এর উপদেষ্টা চ.বি. আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ.বি. আইন বিভাগের প্রভাষক জনাব সাঈদ আহসান খালিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘওখঝ –এর বাংলাদেশ প্রেসিডেন্ট জনাব নাসরিন সুলতানা।

এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এতে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও ঢাকার স্টেট ইউনিভার্সিটি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। উলে¬খ্য, এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন বিচারক বিতর্ক পরিচালনা করেন।

পছন্দের আরো পোস্ট