মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘লিগ এম’ শুরু

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট ‘লিগ এম’র ৩য় আসর মাঠে গড়িয়েছে। গতকাল শনিবার সিলেট শহরতলির বটেশ্বরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, ক্রীড়া কর্মকর্তা জহির হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার সাইদুর রহমান পলাশ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সভাপতি রাহাবি খান, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান ও মাহবুবুর রহমান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Post MIddle

এদিকে, টুর্নামেন্টে গতকাল ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এলএলবি ২৯তম ব্যাচ ৩-০ গোলে সিএসই ৪১তম ব্যাচকে, সিএসই ৩৬তম ব্যাচ ২-০ গোলে এলএলবি ২৭তম ব্যাচকে, বিবিএ ৪১তম ব্যাচ ৩-০ গোলে সিএসই ৩৪তম ব্যাচকে, বিবিএ ৩৬তম ব্যাচ ৩-০ গোলে ইইই’কে, বিবিএ ৩৩তম ব্যাচ ২-১ গোলে বিবিএ ৩৫তম ব্যাচকে এবং বিবিএ ৪১তম ব্যাচকে ৩-১ গোলে এলএলবি ৩৪তম ব্যাচকে পরাজিত করে। এসব ম্যাচে যথাক্রমে সাকিব, খায়ের, মারুফ, সজল, ছালিক ও জুনেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব সূত্র জানায়, ২০টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

পছন্দের আরো পোস্ট