বেরোবিতে প্রচার সেল এর উদ্বোধন

‘দেশের স্থায়ী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।’ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জন সাধারণের সামনে উপস্থাপন করার লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ‘প্রচার সেল’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (বিটিএফও এ কথা বলেছেন।

আজ বুধবার (২৫ জুলাই’ ১৭ ইং) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিতত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন,‘ সবাইকে গণতন্ত্রের অগ্র সৈনিক হিসাবে কাজ করতে হবে।’

Post MIddle

প্রচার সেলের সদস্য সচিব, রসায়ন বিভাগের শিক্ষক নুরুজ্জামান খানের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু করা হয় এ উদ্বোধনের কার্যক্রম। পরে এতে সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন এ সেলের প্রধান উপদেষ্টা গণিত বিভাগের শিক্ষক কমলেশ চন্দ্র রায়, রসায়ন বিভাগের শিক্ষক অবিনাশ চন্দ্র সরকার, এ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ প্রচার সেলের আহবায়ক ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান।আলোচনা শেষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পছন্দের আরো পোস্ট