রূপোঝুরি জোৎস্নায় ভিজে ভিজে
এক আকাশ রূপোঝুরি জোৎস্নায় ভিজে ভিজে কাল রাতে
একলা নদীর মতো অঝোরে কেঁদেছি…
ভালোবেসে বৃক্ষরা কাছে আসেনা
ছুঁতে চাইলে জোৎস্নাও কোথায় যেন ভেসে যায়…
যদি আমি আর ফিরে না আসি, তোমার চোখের জানালায়
যদি চলে যাই বিরহী পাখিদের দেশে….
তোমার ধূসর চোখের কথা ভেবে
নিঃসঙ্গ ঝরণার মতো নীরবে কেঁদেছি..