১৮ থেকে ২৯ জুন রাবির হল বন্ধ

পবিত্র মাহে রমজান, ঈদ-উল ফিতরও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ রাখা হবে।মঙ্গলবার দুপুরে প্রাধ্যক্ষ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন, পরিষদের আহ্বায়ক অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস।

অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বলেন, ‘আগামী ১৮ জুন দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ জুন সকাল ৯টার পুনরায় হলগুলো খুলে দেওয়া হবে।’ তিনি আরও জানান, আমরা প্রাধ্যক্ষ পরিষদের সভায় নেয়া এ সিদ্ধান্তের সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়েছি। হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। তবে প্রত্যেকবার প্রাধ্যক্ষ পরিষদের সুপারিশই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমোদন দিয়ে থাকে বলে জানান তিনি।

Post MIddle

এর আগে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র মাহে রমজান, ঈদ-উল- ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে।

তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলমান থাকা ও আনুষঙ্গিক কাজের জন্য হলসমূহ খোলা রাখা হয়। এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

পছন্দের আরো পোস্ট