চবিতে উদ্বোধন হলো শিক্ষক ছাউনী

আজ (৮ মে ২০১৭) সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মুখস্থ আরএসআরএম-এর অর্থায়নে নবনির্মিত শিক্ষক ছাউনী উদ্বোধন করা হয়। এ শিক্ষক ছাউনী উদ্বোধন করেন চ.বি. ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।

উদ্বোধনী অনুষ্ঠানে চ.বি. শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, চ.বি. ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ, হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান, ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর সজীব কুমার ঘোষ, ব্যুরো অব বিজনেস-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আরএসআরএম-এর নির্বাহী পরিচালক (বিক্রয়) জনাব জুলফিকার আলী আজাদ, এরিয়া ম্যানেজার সেলস (চট্টগ্রাম নর্থ ইস্ট জোন এরিয়া) ছোবাইল বিন হোসাইন, এরিয়া ম্যানেজার সেলস (চট্টগ্রাম নর্থ ইস্ট জোন এরিয়া) কাজী জিয়াউর রহমান লিটন সহ চ.বি. ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

এ শিক্ষক ছাউনী উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান।

চ.বি. ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন উক্ত ছাউনিটি নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের জন্য আরএসআরএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরএসআরএম’র মতো অন্যান্য প্রতিষ্ঠানও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

এ কাজটি সুসম্পন্ন হওয়ায় আরএসআরএম কর্তৃপক্ষের পক্ষ থেকে আগত প্রতিনিধিবৃন্দ অত্যন্ত সন্তষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁদের যথাসম্ভব আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে এ প্রতিশ্র“তি ব্যক্ত করেন। পরে ডিন মহোদয় আরএসআরএম কর্তৃপক্ষকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করেন।

পছন্দের আরো পোস্ট