বিইউএফটির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

গত (১মে, ২০১৭) সোমবার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলোজি (বিইউএফটি) এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই ইনিস্টিটিউট যাত্রা শুরু করে ২০০০ সালে, বর্তমানে ২৫টি ব্যাচ এই ইনিস্টিটিউট থেকে স্নাতক শেষ করেছে।

Post MIddle

এই ২৫ টি ব্যাচ নিয়েই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় উত্তরার ৪ নং কল্যাণ সিমিতি পার্কে, পার্ক ফিরে পেয়েছিলো এক অন্য বসন্ত ১লা মে। বিইউএফটির ১ম ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্মৃতি গল্পে নিজেকে ফিরে পান নতুন আঙ্গিকে ।

এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিকি। স্মৃতিচারণ করতে গিয়ে ১ম ব্যাচের সাদরুজ্জামান রাসেল বলেন “১৭ বছর পর বন্ধুদের ফিরে পেয়ে সেই ফেলে আসা বসন্তে এখন আমি, ইচ্ছে করছে আবার সেই চিরচেনা ক্লাসের খুনসুটি গুলো তে ফিরে যায়” ।

পছন্দের আরো পোস্ট