আন্তর্জাতিক “ল মুটকোর্ট” প্রতিযোগিতার নেতৃত্বে রাগিব মাহতাব

ফিলিপসি জেসাফ আন্তর্জাতিক “ল মুটকোর্ট” প্রতিযোগিতায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী চকরিয়ার কৃতী সন্তান মেধাবি ছাত্র রাগিব মাহতাব। তিনি আগামী ৯-১৭ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হায়াত রিজেন্সি নিউ জার্সি এভিনিও ওয়াশিংটন ডিসিতে থাকবেন।

রাগিব মাহতাব দেশের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সেখানে তারা আন্তর্জাতিক বিষয়ক আইন, ওয়াটার বডি ইউকুইটি, কালচ্যারাল হেরিটেজ ও শরণার্থী সমস্যা নিয়ে আন্তর্জাতিক “ল মুটকোর্ট” প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ওই প্রতিযোগিতায় ৯৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। রাগিব মাহতাব চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নব্বই দশকের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সরওয়ার আলমের প্রথম ছেলে।

Post MIddle

গত ১৬ফেব্রুয়ারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল বাংলাদেশের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত ৫৮তম ফিলিপসি জেসাফ আন্তর্জাতিক ল মুটকোর্ট প্রতিযোগিতা-২০১৭ জাতীয় রাউন্ড নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

ওই প্রতিযোগিতায় সরকারি এবং বেসরকারিসহ মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন এবং রানার আপ যুক্তরাষ্ট্রে “ল মুটকোর্ট” প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিকে রাগিব মাহতাব চকরিয়া তথা পর্যটন রাজধানী কক্সবাজার জেলার সুনাম ধরে রাখতে সর্বস্তরের জনসাধারনের দোয়া কামনা করছেন।

পছন্দের আরো পোস্ট