বেরোবিতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন বিভাগে সৃষ্ট শুন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি নেয়ার সিদ্ধান্তে উপনিত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার(৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্তগ্রহণ করা হয়।

Post MIddle

সিদ্ধান্ত অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে আগামী ২০ এপ্রিল তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে আগামী ২৪ এপ্রিল ভর্তি নেওয়া হবে।

এরপরও আসন শুন্য থাকা সাপেক্ষে ২৬ এপ্রিল পরবর্তী তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ৩০ এপ্রিল ভর্তি নেওয়া হবে।

পছন্দের আরো পোস্ট