বেরোবিতে ছাত্রীদের সাথে শিক্ষকের দূর্ব্যবহার!

সামান্য ঘটনায়, কোন দোষ ছাড়াই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএর দুইজন ছাত্রীর সাথে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক দূর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিন্দাসূচক পোস্ট করেছেন শিক্ষার্থীরা এমনকি বেশ কিছু শিক্ষকও বিষয়টিকে অমানবিক বলে উল্লেখ করছেন। সোমবার (২৭ মার্চ) ঐ বিভাগেই এঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একইভবনের একই তলার (ফ্লোর) শিক্ষকদের পাশে পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের পাশে পানির সংকট দেকা যায়।বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবনে অবস্থান নেয়া ২১ টি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেয়া হয়। এই প্রতিটি ভবন পাঁচতলা বিশিষ্ট। প্রত্যেক তলার একদিকে শিক্ষকদের অফিস অপরদিকে শিক্ষার্থীদের ক্লাস রুম ও টয়লেট।

আরো জানা যায়, অধিকাংশ বিভাগের শিক্ষকদের অংশের টয়লেটে পর্যাপ্ত পানির ব্যবস্থা রযেছে। কিন্তু শিক্ষার্থীদের জন্য ব্যবহারের টয়লেটগুলোতে পানি থাকে না। এমনকি পানির ট্যাবও নাই বেশ কয়েকটিতে।বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ সূত্রে জানা যায়,ঘটনার দিন দুপুর ১২ টায় দুইজন শিক্ষার্থী তাদের জরুরী প্রয়োজনে ছোটাছুটি করে। তাদের অংশের টয়লেটের অবস্থা খারাপ দেখে তারা শিক্ষকদের অংশের টয়লেট ব্যবহার করার জন্য যায়।

Post MIddle

এমতাবস্থায় সেই তলায় অবস্থানরত লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরীর কক্ষে অবস্থান নেয়া এক শিক্ষক দূর্ব্যবহার করেন। অকথ্য ভাষা ব্যববহার করেন। এমনকি তাদের জরুরী প্রয়োজন সাড়তেও দেয়া হয়নি।

এ নিয়ে তাদের সহপাঠিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দাসূচক পোস্ট করেন। এধরণের কাজকে অমানবিক বলেও তুলে ধরেন।
এ বিষয়ে ভুক্তভোগি ঐ ছাত্রীরা প্রতিবেদককে ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আমরা অবাক হচ্ছি যে শিক্ষক হয়ে আমাদের সাথে এভাবে দূর্ব্যবহার করতে পারবেন তারা। এটা আদৌ কাম্য ছিল না।’

তারা আরো বলেন,‘তবে কোন শিক্ষকটা এ ধরণের ব্যববহার করেছে তা বলতে পারব না। কারণ, ঐ কক্ষে দুই জন শিক্ষক ছিল।এ বিষয়ে ঐ বিভাগের শিক্ষাককে মুঠোফোনে যোগাযোগ করেও কোন রেসপন্স পাওয়া যায়নি।

 

পছন্দের আরো পোস্ট