শেকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে ফুল প্যানেলে জয়ী নীল দল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৭ তে ফুল প্যানেলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ে ১৭৫। ৯৪ শতাংশ ভোটার ভোট দিয়েছে। এ মধ্যে নজরুল-মিজান পরিষদ ৬৮ শতাংশ ভোট পেয়েছে।

Post MIddle

সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন পান ৫২ ভোট । সহ-সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সাদা দলের অধ্যাপক ড. নাহিদ জেবা ৫৯ ভোট ভোট পান। কোষাধ্যক্ষ পদে নীল দলের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মোঃ একরামুল হক ৫৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন পান ৫৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে নীল দলের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের অধ্যাপক ড. জামিলুর রহমান পান ৬০ ভোট।

সদস্য পদে নির্বাচিত হলেনঃ অধ্যাপক ড. রোকেয়া বেগম (১০৬) , সহযোগী অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম খান (৯৯), সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম (৯২), সহকারী অধ্যাপক রুহুল আমিন (১০০), সহকারী অধ্যাপক মোঃ মেফতাউল ইসলাম (৯০), সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম (৮৯) ।

নব-নির্বাচিত নজরুল-মিজান পরিষদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আপনাদের সহযোগিতায় অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড সুষ্ঠভাবে সম্পাদিত হবে এ প্রত্যাশা করি। এসময় তাদের দাযিত্ব পালনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।

পছন্দের আরো পোস্ট