কুবি প্রক্টরের বাড়িতে দুর্বৃত্তদের নৃশংস হামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে প্রক্টরের গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের কইতরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা প্রক্টরের বড় ভাই কাজী মোহাম্মদ জামাল উদ্দিনকে গুরুতর আহত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ফেনীর কনসেপ্ট নামক একটি প্রাইভেট হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বাদি হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাসূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের চৌদ্দগ্রামের কইতরায় গ্রামের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত হামলা করেছে। এ সময় দুবৃত্তরা প্রক্টরের বড় ভাই কাজী মোহাম্মদ জামাল উদ্দিনকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে। এবং চাপাতি দিয়ে মাথা হাতে ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের একজন এ সময় তাকে গুলি করার এবং আরেকজন তাকে জবাই করে দেওয়ার হুমকি দেয়। আতঙ্কিত জামাল উদ্দিন দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আত্মরক্ষা করেন। রক্তক্ষরণে এ সময় তিনি সেখানে অচেতন হয়ে পড়েন। এ সময় আশেপাশের লোকজন ঘটনার বিষয় টের পাওয়ায় দুর্বৃত্তরা মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে আহতের স্বজনরা অচেতন অবস্থায় জামাল উদ্দিনকে উদ্ধার করে ফেনীর কনসেপ্ট নামক একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Post MIddle

চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, ‘আমরা বাদীর পক্ষ থেকে মামলা গ্রহণ করেছি। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মামলার বাদী ও বিশ^বিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ‘আমার ভাইয়ের উপরে হামলা হয়েছে। এ ঘটনায় হামলার আশঙ্কায় আমি ও আমার পরিবার আতঙ্কিত। আমি থানায় মামলা দায়ের করেছি এবং তদন্তসাপেক্ষে দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।’

পছন্দের আরো পোস্ট