ঢাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের উদ্যোগে আজ (২২ মার্চ ২০১৭) বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনস্থ সিরাজুল ইসলাম লেকচার হল মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

Post MIddle

বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। বক্তৃতানুষ্ঠানে “মুক্তিযুদ্ধের স্বপ্ন : মুক্তিযুদ্ধের মানুষ” শীর্ষক বক্তৃতা উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান।

পছন্দের আরো পোস্ট