ঢাবি এলজি লাইফ্স গুড প্রতিবন্ধী শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড গঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “এলজি লাইফ্স গুড প্রতিবন্ধী শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড” গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ্যাডওয়ার্ড কিম ১০ লাখ টাকার একটি চেক আজ ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে “এলজি লাইফ্স গুড ট্রাস্ট ফান্ড বৃত্তি” প্রদান করা হবে।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এই অনুদানের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এলজি ইলেকট্রনিক্স হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি।

পছন্দের আরো পোস্ট