হাবিপ্রবিতে সুষ্ঠু ভাবে প্রথমদিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমদিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ রোজ রবিবার A এবং E ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। A  ইউনিটের প্রায় ৫৮০ টি সিটের বিপরীতে ২০৩১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং E ইউনিটের ৩৫ টি সিটের বিপরীতে প্রায় ২৩১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে প্রায় ৬৫% শিক্ষার্থী  ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে।

Post MIddle

এ সময় হাবিপ্রবির নব নিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাশেম বিশ্ববিদ্যালয় এবং হাবিপ্রবিসাস এর প্রতিনিধি দল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাননীয় উপাচার্য সন্তুষ্টি প্রকাশ করে বলেন এখন পর্যন্ত কোথাও কোন সমস্যা হয়নি, সামনেও হবেনা । এ সময় তিনি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোন রকম ইলেকট্রনিক ডিভাইস জালিয়াতি বা দুর্নীতি ধরা পরেনি।

উল্লেখ্য দীর্ঘ দিন ধরে ভিসি নিয়োগ না হওয়ায় ভর্তি পরীক্ষা স্হগিত ছিল। আজকের পরীক্ষার মধ্য দিয়ে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু হলো।

পছন্দের আরো পোস্ট