পানিতে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে হোসেন মোহাম্মদ ফাহিম (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাজশাহী টিচার্স ট্রেনিং সেন্টারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।নিহত ফাহিম (২১) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী। বাড়ি জামালপুরে।

রাজশাহী সদর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ফাহিমের বাবা ফরিদুল হক সিলেট টিচার্স ট্রেনিং সেন্টারের (টিটিসি) সহযোগী অধ্যাপক। ফাহিম রাজশাহী টিটিসির হোস্টেলে থেকে পড়াশোনা করতেন।

Post MIddle

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি টিটিসির পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান। পরে তার বন্ধুরা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে ফাহিমের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

পছন্দের আরো পোস্ট