পথ শিশু

অদ্ভুদ সেই ছেলিটির আর

যায়নি পাওয়া দেখা,

হয়ত তাই দাড়িয়ে আছে

শিশুটি আজও একা ।

 

আজও হয়ত তাকিয়ে আছে

অবাক দুই নয়নে-

স্বপ্নটুকু সামান্য তার

অপেক্ষায় পূরণে ।

 

পরনে সেই ছেড়া জামা

হাতে নিয়ে ফুল,

পা দুটো খালি আর

চিৎকার ব্যাকুল ।

 

সেদিনের সেই শিশুটির হয়ত

কেউ রাখেনি খোঁজ-

হয়নি তার সারাদিনেও

সামান্যটুকুও ভোজ ।

 

Post MIddle

আজও হয়ত ছুটছে সে

নতুন পথের সন্ধানে,

কেউ হয়ত বাঁধেনি তাকে

আজও মায়ার বন্ধনে ।

 

ধরতে দুহাত ঘৃণায় ভরা

সাহেব নামের সকলে

দোষ কি তার জন্মেছে বলে-

নোংরা ছোট্ট কুঁটিরে ।

 

স্বপ্ন কি তার হবে পূরণ

গভীর মগ্ন ভাবনায় !

শিশুটি আজও দাড়িয়ে আছে

সুখের নীড়ের প্রতিক্ষায় ।

 

আসুন বাঁচি তাদের তরে

যারা বাঁচে পরের সুখে !

নিজের সুখ হত্যা করে-

অশ্রু রাখে নিজের চোখে ।

পছন্দের আরো পোস্ট