আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারত যাচ্ছেন নর্দানের উপ-উপাচার্য

নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ‘বাংলাভাষা ও সাহিত্য’ সম্পর্কে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০১৭,২ দিনের সফরে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ।

Post MIddle

আন্তর্জাতিক সেমিনারটি উদ্বোধন করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বড়ুয়া রায় চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ভারতী শান্তিনিকেতনের বিশিষ্ট অধ্যাপক অমিত্রসূদন ভট্রাচার্য। পশ্চিম বঙ্গের সকল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন দেশ থেকে আগত পন্ডিতবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহন করবেন।

ড. আনোয়ারুল করীম লালন ফকির ও বাউল সাধনার একজন অন্যতম গবেষক হিসেবে পরিচিত দেশে বিদেশে। এছাড়া রবীন্দ্র সাহিত্যেও তাঁর যথেষ্ট অবদান রযেছে। তিনি কুষ্টিয়ার লালন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং স্কলার।##

পছন্দের আরো পোস্ট