এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কালো ব্যাচ ধারণ করে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে মহান মাতৃভাষা আন্দোলনে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেন ।

Post MIddle

র‌্যালি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে মাতৃভাষা আন্দোলনে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান মালয়শিয়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

পছন্দের আরো পোস্ট