হাবিপ্রবিতে আই ট্রিপল ই স্টুডেন্ট ব্রাঞ্চ উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আই ট্রিপল ই ( ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন এবং ট্রিপল ই দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (১৬ ফেব্র“য়ারি ২০১৭) বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জামিল সুলতান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডীন মো. আব্দুল্লাহ আল মামুন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই ট্রিপল ই এর হাবিপ্রবি ব্রাঞ্চের কাউন্সিলর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান, মেহেদী হাসান তুষার, আল লাবিব চৌধুরী প্রমূখ।

Post MIddle

EEEপ্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বর্তমান যুগে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই। আধুনিক ডিভাইস এবং সফটওয়্যার এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে নিত্যসঙ্গী। তিনি আশা প্রকাশ করে বলেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন নতুন ডিভাইস এবং সফটওয়্যার তৈরী করবে। যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে চাই। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিজ নিজ দায়িত্ব সুচারুরুপে পালন করার জন্য আহবান জানান।

অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পছন্দের আরো পোস্ট