ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয় মিডিয়া আর্টস এন্ড স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. ডেভিড এইচ. মোল্ড আজ (১৫ ফেব্রুয়ারি ২০১৭) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছিলেন ঢাকাস্থ ইউনিসেফ অফিসের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মিজ নেহা কাপিল এবং একই বিভাগের বিশেষজ্ঞ মিজ ইয়াসমিন খান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ওহিও বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফ-এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

পছন্দের আরো পোস্ট