বেরোবির বই মেলায় ১২বইয়ের মোড়ক উম্মোচন

চলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বই মেলা। ২য় দিনে এ মেলায় বইপ্রেমিদের উপচেপড়াভীড়। দর্শক সমাগমে জমে উঠেছে মেলা। অপর দিকে দুদিনে মোট ১২ টি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

প্রথম দিনে মোট আটটি ও দ্বিতীয় দিনে মোট চারটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে এ বইয়ের মোড়ক উম্মোচন করেন।

দ্বিতীয় দিনে রংপুরের সিনিয়র সাংবাদিক আফতাব হোসেনের লেখা ‘সাংবাদিকতার পথে পথে’ এবং নুরুল ইসলাম কাব্যবিনদের লেখা ‘মধুবসন্ত”। বইদুটি রংপুরের এ্যাড আইডিয়া পাবলিকেশন কর্তৃক প্রকাশিত । রাজীব হোসেন সরকারের অচিন পাখি ও এ কে. এম জেলানী সরকারের অবিস্মৃত অহর্নিশ।

Post MIddle

এ্যাড আইডিয়া প্রকাশনী জানান,‘ প্রথমদিনে তেমন দর্শক উপস্থিতি না থাকলেও দ্বিতীয় দিনে বই বিক্রি অনেক বেশি হচ্ছে।’

এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমবিভোগের শিক্ষক ও মেলার আয়োজক উমর ফারুক মেলায় দর্শক ও বইপ্রেমিদের আগমনে সন্তোষ্ঠ প্রকাশ করে জানান,‘বিশ্ববিদ্যালয়ে প্রথম বই মেলা হিসাবে আমরা অনেকটা স্বার্থক। আমরা আশা করি সামনে এর চেয়েও বিস্তৃতভাবে বইমেলার আয়োজন করতে পারবো।’

উল্লেখ্য, প্রথম দিন সোমবার দুপুর ১২ টায় খ্যাতিমান লেখক হায়দার বসুনিয়া এ মেলার উদ্বোধন করেন।

পছন্দের আরো পোস্ট