কুয়েট উপাচার্যের সাথে শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ।আজ (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপাচার্যের দাপ্তরিক কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Post MIddle

সভাপতি পদে নির্বাচিত পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সোবহান মিয়া, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, কোষাধ্যক্ষ মোঃ গোলাম কিবরিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সদস্য প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, ড. পিন্টু চন্দ্র শীল ও ড. মোহাম্মদ আবদুল জলিল। উপাচার্য বিজয়ী শিক্ষকদের শুভেচ্ছা জানান এবং তাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে যাবে বলে তিঁনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি সংগঠনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লাকে হারিয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার সভাপতি হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে নির্বাচনে ২৩০ জন ভোটারের মধ্যে ২০৫ জন ভোটার ভোট প্রদান করেন।

পছন্দের আরো পোস্ট