ঢাবিতে ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে “ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি’ রোজারিও। ##

পছন্দের আরো পোস্ট