বাকৃবিতে ‘অফিস ব্যবস্থাপনা ও যোগাযোগ’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) জানুয়ারি ৩১ ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল(আইকিউএসি) কর্তৃক আয়োজিত উচ্চ শিক্ষা মানোন্নয়নের জন্য ‘অফিস ব্যবস্থাপনা ও যোগাযোগ’ শীর্ষক বাকৃবি কর্মচারিদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার (৩১ জানুয়ারি-২০১৭) লাইব্রেরীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

Post MIddle

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন এবং প্রফেসর ড. সুকুমার সাহা । কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড মোঃ আবুল হাশেম। বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে আজকের কর্মশালা ভূমিকা রাখবে। শিক্ষার্থীদেও গুনগত শিক্ষা নিশ্চিতকল্পে সাপোর্ট সার্ভিস হিসেবে কর্মকর্তা-কর্মচারিদের ভ’মিকা খুবই গুরুত্বপূর্ণ। কর্মশালা থেকে অর্জিত জ্ঞাণ নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। কর্মশালার শুভ উদ্বোধন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির। পরে টেকনিক্যাল সেশনে রিসোর্সপারসন হিসেবে বিষয়ের উপর বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড মোঃ আবুল হাশেম ।

কর্মশালায় বাকৃবির বিভিন্ন বিভাগের ৫২ জন কর্মচারি এতে অংশ গ্রহণ করেণ। উল্লেখিত বিষয়ে দ্বিতীয় ধাপে এ পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণকারী কর্মচারির সংখ্যা ১৬২ জন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট